নিঃঝুম ঘন এ কুয়াশা ভরা রাতে ,
মনেতে আমার কি রং ছড়ালি?
ঢুলু ঢুলু ঘুম চোখেতে শুধু
তোর কথা আমায় ভাবালি।
প্রজাপতির বাসায়, সুদূর কুয়াশায়,
সারারাত চেয়ে থাকি মেঘলা আকাশে;
তড়িতাহত হয়ে হই ক্ষতবিক্ষত,
মেঘের গর্জনে ভেসে যাই মনের বাতাসে।
সময় যে বয়ে যায় তা কি তুই জানিস?
জীবনটা জটিল করে কিরণ ছটায় খেলিস।
হৃদয়ে আগুন জ্বেলে পুড়ছি অকারণে,
আনমনা মনের ক্যানভাসে ভাসি তোর টানে।
তোর নেশাতেই বেঁচে আছি বাকি কয়দিন,
তোকে না দেখতে পেলে বুক করে চিনচিন।
প্রেমের জ্বালায় তোর পিরিতের গোলকধাঁধায়,
একটু খালি ছুঁতে চাই আগুন নেভাবার আশায়।