নো কবিতা ---জীবন বৃথা,
সংস্কৃতি বৃথা --ঐতিহ্য বৃথা;
কীর্তন পাঁচালি --তাও কবিতা,
প্রেম ভালোবাসা --হাসি সবিতা;
মিছিলের স্লোগান ---তাও কবিতা,
সুমনের গান -------তাও কবিতা;
ঝগড়া করি ------কবিতা দিয়ে,
পুজো করি ------কবিতা দিয়ে;
ঘুমপাড়ানি গান --মায়ের স্বপ্ন,
শিশুকে স্নেহ ---তারই অংশ;
কবিতা ধানে ---কবিতা চালে,
ঘাসে পাতাও ---অস্থি মজ্জায়;
কবিতা আমার ----অলংকার,
ভালোবাসার ------অঙ্গীকার।