সবাই বাস করি আনন্দে,
কবিতা লিখে বেলা কাটে,
ভালো আর মন্দে।
দিনের চাকা ঘুরে চলে,
সকাল থেকে সন্ধ্যে,
ভাবনা ওঠে মনের ভেতর,
তোমার মিষ্টি গন্ধে;
মনটা নাচে সোনা রোদে,
নৃত্যদ্রদূল ছন্দে।
আমার মুক্তি তারায় তারায়,
পথ চলাটা খুঁজে বেড়ায়।
পথ যেখানে এসে ফেরে,
আশ্রয় নিই শান্ত নীড়ে।