ফুটবলের মহান শিল্পী তুমি 'ম্যারাডোনা'
তাড়াতাড়ি চলে গিয়ে দিয়ে গেলে বেদনা।
বিনিদ্র রজনীতে দেখেছি তোমার পায়ের ছন্দ,
রাতের উজল তারা তুমি, দিয়েছো আনন্দ।
পা দুটিতে ছিল জাদুর ছোঁয়া,সকলের তুমি প্রিয়,
প্রাণ সঞ্চার করেছো হৃদয়ে তুমি যে অতুলনীয়।
খেলার মাঠে গেয়ে গেলে তুমি যত সুর আর গান,
বীণার ঝংকারে ধ্বনিত হয়ে জয় করলে মোদের মন।
কবিতায় তোমায় বর্ণনা করি, সাধ্য আমার নয় ,
তুমি যে আকাশ,তুমি যে সাগর,যশ এ তুমি হিমালয়।
তুমি আমাদের ঝলকানি সুর ,পাগল করেছো সবে,
সারাটা জীবন রয়ে যাবে তুমি মোদের চিত্ত নভে।
বিশ্ব খ্যাত সেই গোলটি তোমার ' Hand Of God'
চির শান্তিতে থাকো প্রিয় ম্যারাডোনা In Hand Of God