যদি মন ও মেজাজ ভালো থাকে তাহলে পাবেন প্রতি রবিবার সকালে আমার ভালো লাগা কিছু কবিতা, আলোচনা আর হয়তো আরো কিছু!!
শুরুটা করলাম আজ শুধু কবিতা দিয়ে ....
কেমন লাগলো জানাবেন কি ? তাহলে আমার সুবিধে হবে আগামী দিনে আমার এই আলোচনাটি আরো সমৃদ্ধ করতে।
Suggestion always welcome.
রবিবারের সকালে ( ৬ মে, ২০১৮) আমার কিছু ভালো লাগা কবিতা...............
১) কাঁকন- শ.ম. শহীদ
http://www.bangla-kobita.com/01827531225/kakon/
কেন ভালো ?
কবিতার মান যাই হোক না কেন পাঠে আনন্দ।
ছন্দের মধ্যে কেমন যেন একটা মিষ্টতা আছে ।
২) ননসেন্স টক - প্রনব মজুমদার
http://www.bangla-kobita.com/23456/nonsense-talk/
কেন ভালো ?
প্রথমেই কবিতাটির শিরোনাম পাঠককে কবিতাটি পাঠে আগ্রহী করে তোলে।
পড়বার পড়ে সহজে বোঝা যায় কবিতার গভীরতা ।
যদিও কবিতাটিতে কাব্যিক বাহাদুরি নেই কিন্তু কথাগুলো ননসেন্স নয় , অত্যন্ত সেনসিবল।
৩) না ফেরার দেশে ...- রীনা তালুকদার
http://www.bangla-kobita.com/rina/na-ferar-deshey/
কেন ভালো ?
কবিতাটিতে দার্শনিক সারবক্তব্য আছে। জীবন ও আত্মহত্যার মধ্যে কিছু যুক্তি আছে কবিতায় । গদ্য কবিতা হিসেবে সুন্দর পরিবেশনা ।
কোনটা ভালো লাগেনি ?
কবির সমস্যা একটাই - যতি চিহ্নের ব্যবহার নেই বললেই চলে। কবিতায় সঠিক যতি চিহ্নের ব্যবহার অত্যন্ত জরুরি।
৪) শেষ বয়স- প্রণয় আচার্য্য
http://www.bangla-kobita.com/pronay/shesh-boyesh/
কেন ভালো ?
শেষ বয়সের বাস্তব অনুভূতি গুলো কবিতায় সুন্দরভাবে পরিবেশিত ।
কোনটা ভালো লাগেনি ?
যতি চিহ্নের ব্যবহার নেই বললেই চলে। কবিতায় সঠিক যতি চিহ্নের ব্যবহার অত্যন্ত জরুরি।
৫ ) ভুল শিখি- দীপঙ্কর বেরা
http://www.bangla-kobita.com/dipankarbera/vul-shikhi/
কেন ভালো ?
কবির অকপট স্বীকারোক্তি -- ভুল থেকেই আমরা শিখি । জীবনে ভুল না করলে অথবা সমস্যায় না পড়লে সঠিকভাবে শেখা যায়না। এই সুন্দর অতিবাস্তব তথ্যটি কবি সহজ সরল ভাষায় পরিবেশনা করেছেন। তাই আমার ভালো লেগেছে।