পৃথিবীতে সব কিছু এখন গ্লোবালাইস্ড;
শুধু পেটের খিদেটা ছাড়া।
আন্তর্জাতিক সম্মেলন কক্ষে
বাহারি পতাকাগুলো ফুর ফুর করে ওড়ে
চলে বন্ধনের কৃত্তিম প্রতিজ্ঞাগুলো।
কিন্তু খিদে কোনো বন্ধন মানেনা।
তৃতীয় বিশ্বের ক্ষুধার্ত মানুষেরা
এই পতাকাগুলোকে মাড়িয়ে যেতে দ্বিধা করেনা।
ঈশ্বরও পারে না তার শক্তির দলিল নিয়ে হাজির হয়ে
তাদের খিদে মেটাতে।
ধনীদের বাড়ির রান্নাঘর থেকে ভেসে আসা রান্নার গন্ধ
কল্পনা করে গোগ্রাসে গিলে ফেলে।
ক্ষুধার্ত যারা, তাদের কাছে
গণিত, রবীন্দ্রসংগীত , মন্দির বা মসজিদ সবকিছু অর্থহীন।
তবু গালভরা গ্লোবালাইস্ড সেমিনার গুলোতে
হয়তো আলোচনা হবে অন্য খিদের কথা
অর্থাৎ খিদের আক্ষরিক অর্থ বোঝাতে
বলা হবে ইন্দ্রিয় ক্ষুধার কথা।
মগজগুলো সব বিকৃত হয়ে গেছে এদের।
সংস্কৃতি ও শিল্পকলার বড় বড় কথা গুলো বলে
জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে প্রতারণা ও শুধুমাত্র প্রতারণা।