এখন শরীরী প্রণয়ই প্রেম;
প্রেমজীবনটাকে সুখের করতে
চাই যৌনকর্তব্য সম্পাদনের পারফর্মিং আর্ট
আর জৈব প্রণয়ের যৌথ অনুশীলন।
সার্থক করতে উঠেপড়ে লেগেছেন বিউটিশিয়ান থেকে মনস্তাত্বিক।
যৌনমুক্তির সঙ্গে লুকিয়ে হয়তো প্রণয়ীযুগলের দেখা পেতে হয়না।
কিন্তু বেড়ে গিয়েছে টিন-এজ প্রেগনেন্সি,
বড়োদের ডিভোর্স রেট।
'শুধু স্বপনে এসেছিলো সে
নয়ন কোণে হেসেছিলো সে'
এখন ব্যর্থহীন প্রলাপ ছাড়া আর কিছু নয়।