দুর্বোধ্য ভাষায় লেখো কবিতা,
হতে চাও যদি তুমি বড় কবি !
পাঠক বুঝুক চাই নাই বুঝুক
মনে গেঁথে যাবে তোমার ছবি !
'সঠিক মন্তব্য দিতে যেওনা খবরদার'
একথা বলেছে আমাকে আমার গণৎকার!
তোমার পাতায় আসবে না কেও
জেনে রাখো এই সত্য !
মন্তব্যের সংখ্যা বাড়াতে গেলে
সব কবিতায় লেখো 'অনবদ্য'!
ভুল বানান ধরতে যেয়োনা,
করোনা বিরূপ সমালোচনা!
কবিরা হতাশ হন তাতে ,
সামান্য সত্যটুকু কেন বোঝোনা?
এ আসর নয় মুক্তাঙ্গন ,
নানান বৈচিত্রে ভরা!
এতোদিনেও কি বোঝোনা তুমি
যে মন্তব্য পাবে মনহরা?
পোস্ট পড়ো চাই না পড়ো ,
কিছু যায় আসে না তাতে !
লেখো 'অভিভূত' 'বিমুগ্ধ'
মন্তব্য পাবে অনেক পাতে!
তোমার মন্তব্য বাড়বে কবিতা লিখে
প্রয়োগ করো 'টকঝালমিষ্টি'র ফর্মুলা
আর যদি না মেলে আমার কথা গুলো ,
প্রমিস করি খাবো আমি শতবার কানমলা !