নীরবতার সুরে বাজে গাছের মৃদু গান,
পাখির কলতানে জাগে স্নিগ্ধ শুভ ভোরের প্রাণ।
পাতার ফাঁকে রোদ ঢলে সোনালি আলো খেলা,
মাটির গন্ধে মিশে যায় জীবনের কথা বেলা।
বন বলে, "এসো, শুনো আমার গভীর গল্প,
চির সবুজের মাঝে লুকিয়ে আছে স্বপ্ন গোপন।
আমার কোলেই খুঁজে পাও মুক্তির স্নেহভরা,
জগতের শূন্যতায় আমি এক আলিঙ্গন ধরা।"
বন কি কেবল গাছের ছায়া?
বন তো এক অপার প্রেমের আশ্রয়, একান্ত পরশময়।
বন তো তোমার আমার এক চিরন্তন সাথী,
জীবনের সুরে মিশে থাকা শান্তির এক অমলাথি।