তুমি জোড়া লাগাও সবকিছু;
নাম তোমার ফেবিকল,
জুড়ে দিতে পারোনা কেন ভাঙা হৃদয়,
এ কেমন তর গ্যাঁড়াকল?
হৃদয়টা ভেঙে গেলে,
যেদিন লাগাতে পারবে জোড়া!
পুঁজি ভেঙে কিনে নেবো তোমায়,
টাকা দেব তোমাকে তোড়া তোড়া!
সব কিছু হচ্ছে মর্ডানাইজেশন,
জীবনের প্রতি খাঁজে কম্বিনেশন।
বেড়ে চলেছে দিনে দিনে হৃদয়ে ভাঙ্গন,
সব কিছু হারিয়ে শরীরে নীতিবোধের কাঁপন।
চালবাজির ঘন অরণ্যে মূল্যবোধের যাঁতাকল,
টেকনিক খুঁজে বের করো আদরের ফেবিকল।
সর্বনেশে ভাঙ্গন এড়াতে হও তুমি কমার্শিয়াল,
তোমার হাতে চাবিকাঠি তুমি যে এসেনশিয়াল।