মিথ্যে সব মিথ্যে.......
মিথ্যের সব দিনগুলো গুনে,
স্বপ্নের আগুনে ডুব দিয়ে পরিহাসকে মনে করেছি প্রেম।
ভুল করে  'ওয়ান ওয়ে' তে ঢুকে নির্বোধের মতো ভালোবেসেছি।

জীবন যন্ত্রের যন্ত্রনা নিয়ে করি দিন যাপন;
প্রেমকে সত্য ভেবে হৃদয়কে শতধা-বিদীর্ণ করে
নেমে এসেছি বাস্তবের প্রত্যক্ষ ভূমিতে।
মূর্খের মতো জীবনকে করেছি বিচিত্র,
সুখে দুঃখে অনন্ত মিশ্রিত।  

প্রীতি নয়, ভালোবাসা নয়, ফান শুধু ফান .....
শোভা-গন্ধ-বিমোহিত হৃদয়াবেগের বাষ্প মাত্র নয়,.....শুধুমাত্র কৌতুক।  
হৃদয় নিয়েও পলিটিক্স?
করে নাও এডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজ?

নিষ্ফল প্রেমের উপশম আছে করুনায়,
কিন্তু প্রবঞ্চিতের নেই কোনো স্বান্তনা।
কত খেলা গেছে ভেঙে,কত ফুল গেছে ঝরে,
কত বাঁশরী হয়ে গেছে নীরব।

তারপর?
কবি বিষয় খুঁজে পাবে এই নির্বোধ দের নিয়ে কাব্য লেখার;
এদের বুদ্ধিহীনতা নিয়ে সৃষ্টি করবে অপূর্ব কাব্যিক কবিতা।  
বাহবা কুড়োবে সাধক গান গেঁথে।
শিল্পী অঙ্কন করবে চিত্র,
ভাস্কর পাষান-খন্ডে উৎকীর্ণ হবে হৃদয় নিংড়ানো সুষমা।


  সব ঝুট হ্যায় ----সব ঝুট হ্যায় -----সব ঝুট হ্যায় ----