১ )
নিভে যাওয়া কবিতা
নিভে যাওয়া কবিতা জ্বেলে দিলে আঁধারে,
লিখে যাবো শুরু থেকে যাবো আমি হারিয়ে!
যুমুনার কিনারে;
কুতুবের মিনারে;
সাজাবো কবিতা মোর গোলাপের বাহারে!
২ )
উদাসী মন
প্রাণের মাঝে কোয়েল যদি ডাকে,
সে ব্যথা মনে উদাস হয়ে থাকে !
কালো মেঘে ঢাকে,
জানাবো সে কাকে!
শুধু পুড়ে মরি বড়ো এক লাগে!
৩)
রুবি রায়
রুবির স্মৃতিগুলো ভিড় করে যে আসে,
বৃষ্টি-গভীর রাতে সুখনিদ্রার সাথে !
ঝরে পড়ে হায়
একাকী আমায়
ক্লান্ত হৃদয় নিয়ে থাকে আমার পাশে !
৪ )
স্বপ্নের সেতু
স্বপ্নের সেতু যদি মেঘ দিয়ে বাঁধতাম,
বৃষ্টি হয়ে তোমার বুকে খালি ঝরতাম !
আমি এতো ক্লান্ত,
যদি সে জানতো;
ভেঙে দিয়ে লজ্জা আমি জড়িয়ে কাঁদতাম!
৫ )
নীলাঞ্জনা
তোর নীল চোখে দেখেছি স্বপ্নের নীড়,
তাইতো আমার কলমে ছন্দের ভীড় !
জ্যোৎস্না রাতে
দেখেছি তোকে
হৃদয়ে গেঁথে দেনা নীলাঞ্জনার তীর!