এ ওয়ান মহিলা হতে গেলে চাই
আর্থিক সঙ্গতি !
শীর্ষস্থানীয় সামাজিক কৌলিন্য
সাবলীল গতি !
উইকেন্ড এ যাওয়া চাই ক্লাবে !
স্বামীর গরবে গরবিনী,
পুরুষ বন্ধুদের সঙ্গে টেবিলে বসা
পরপুরুষের হৃদয়কম্পন!
কয়েক পেগ হুইস্কি আর ডিনার খেয়ে
গৃহে প্রত্যাবর্তন!
প্রায়ই ইংরেজি ক্যালেন্ডারের
তারিখ যায় পালটিয়ে !
মাসের শেষে স্বামী বেচারার
কম্পিত হৃদয়,
মুখ বুজে চেক লিখে দেন
ভরসা ঈশ্বর!