মনে পড়ে কবিতা
তোমাকে কোথাও যেন পেয়েছি।
দুপুরের গরমে
বাস স্টপে অপেক্ষায় থেকেছি।
কবিতার পাতায় লুকিয়ে
নিঃশব্দে নীরবে
তোমাকে যে আমি কতভাবে চেয়েছি।
হাজার মন্তব্যের মাঝে
তোমাকে আপন করে নিতে পেরেছি।
হৃদয়ের জানালাতে
দেখেছি তোমার দুটি চোখে তিয়াসী কামনায়,
গায়ে নীল শাড়ির পরশ,খুঁজে ফিরি আপনায়।
অন্তরে কোনো ব্যথা যদি নীরবে লুকিয়ে রয়,
মনের আড়ালে খুঁজলে পাবে আমার পরিচয়।
ভুলোনা জানাতে আমায়, যদি অন্তরতলে লুকিয়ে থাকি,
ফিরে যাবো আবার নতুন করে তোমার হৃদয়ের কাছকাছি।