ভয় পেয়োনা, ভয় করোনা, মাস্ক পড়লে মারবো না,
ছুঁয়ে বলছি সত্যি করে ,কাটতে তোমায় পারবো না।
হৃদয় আমার তুলোর মতো, স্যানিটাইজার লাগাবে যেই
প্রবেশদ্বার বন্ধ হলো, মারবো তোমায় সাধ্যি নেই।
কাউকে যখন কাশতে দেখো,ভয় পাও তুমি যতই না,
নিয়ম মেনে চললে পরে,কাউকে আমি গুঁতোই না।
নিজেকে পৃথক রেখে, ঘরে থাকো কয়েকটা দিন,
তবেই তুমি আদর পাবে ,ঘরের লোকের রাত্রিদিন।
ভিড় ভাট্টা এড়িয়ে চলো, কারুর কাছে ঘেঁষবে না,
যদি দেখো শুকনো কাঁশি, ধারে কাছেও যাবেনা।
কথা তোমায় দিচ্ছি আমি, নাকে তোমার হাত কেন ?
মনে হচ্ছে বেপরোয়া,প্রাণের ভয় নেই যেন।
ঘাপটি মেরে লুকিয়ে আছি, একবারটি সুযোগ পেলে,
শরীরে তোমার ঢুকে যাবো, সতর্কতা না নিলে।