একটু আগে কবি   শ.ম. শহীদ রচিত  "শিশিরের গল্প" পড়ে মন ভরে গেলো। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেলো কবিগুরুর "একটি শিশির বিন্দু" কবিতার কথা।সত্যজিৎ রায় তখন খুব ছোট।অটোগ্রাফ নেয়ার প্রবল ঝোঁক ছিল তার।শৈশব থেকেই ছোট্ট সত্যজিতের ভীষণ শখ, প্রথম আটোগ্রাফটা নেবেন রবীন্দ্রনাথের কাছ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দশ বছর বয়সী বালক সত্যজিৎ রায়ের প্রথম দেখা হয়েছিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলায়। মা সুপ্রভা রায়ের সঙ্গে পৌষমেলা দেখতে শান্তিনিকেতনে গিয়েছিলেন সত্যজিৎ। বালক সত্যজিৎ রায়কে ‘মানিক’ নামেই চিনতেন রবীন্দ্রনাথ। বিশ্বকবির সামনে কিছুটা ইতস্তত ভঙ্গিতে অটোগ্রাফের খাতাটা নিয়ে দাঁড়াতেই কবিগুরু পরম স্নেহে কাছে টেনে নিলেন তাকে। জানতে চাইলেন, খাতা নিয়ে সে কেন এসেছে? বালক মানিক খাতাটা এগিয়ে দিয়ে তার ইচ্ছার কথাটা খুলে বললেন। কবি তার দিকে কিছুক্ষণ তাকালেন। তারপর পরম স্নেহে বললেন, ‘এটা থাক আমার কাছে; কাল সকালে এসে নিয়ে যেও।’

সত্যজিৎ রায়ের মুখে শোনা যাক গল্পটা তাঁর লেখা স্মৃতিচারণ থেকে  :----

কথা মতো গেলাম পরেরদিন। টেবিলের ওপর চিঠি-পত্র, খাতা বইয়ের ঢাই, আর তার পেছনে বসে আছেন রবীন্দ্রনাথ। আর আমাকে দেখেই আমার সেই ছোট বেগুনি খাতাটা খুঁজতে লাগলেন সেই বই খাতার ভিড়ের মধ্যে। মিনিট তিনেক হাতড়াবার পড়ে অবশেষে খুঁজে পেলেন খাতাটা। সেটা আমার হাতে দিয়ে মা'র দিকে চেয়ে বললেন 'এটার মানে ও আরো একটু বড়ো হলে বুঝবে।' খাতা খুলে দেখি আট লাইনের একটি কবিতা।
  
“বহু দিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু ।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশির বিন্দু ।।”

Translated by Rabindranath Thakur

I travelled miles, for many a year,
Spent riches, in lands after,
I’ve gone to see the mountains, the oceans I’ve been to view.
But I haven’t seen with these eyes
What two steps from my home lies
On a sheaf of paddy grain, a glistening drop of dew.

প্রচুর অর্থ ও সময় ব্যয় করে এবং যথেষ্ট কষ্ট করে মানুষ দূর-দূরান্তে সৌন্দর্য দেখতে ছুটে যায়। কিন্তু ঘরের কাছে অনির্বচনীয় সৌন্দর্যটুকু দেখা হয় না বলে সে দেখা পূর্ণতা পায় না।

এমন কোনো বাঙালি বোধয় নেই যে এই কবিতাটি অন্তত একবার হলেও পড়েননি। সবচেয়ে মজার  কথা হলো এই যে একটি কবিতার সঙ্গে বিশ্ব খ্যাত দুটি নাম জড়িত । সত্যজিৎ রায় ও রবীন্দ্রনাথ ।

ধন্যবাদ সমস্ত পাঠককে ।