হায় গণতন্ত্র !!
ছাগলের বাচ্চাগুলো শোন কান খুলে ;
গণতন্ত্রের বাজরা বাজিয়ে,
আর গরিবদের মিথ্যে আশা দিয়ে,
বাজিয়েই চলেছিস আর গেথে চলেছিস মিথ্যে আশার খুঁটি।
হায় গণতন্ত্র !
তুই সাধারণ মানুষের ছান্দসিক হৃদকম্পন।
কাহাতক এই মিথ্যের ভরে চালাবি শালারা দেশটাকে?
পুরোনো বোতলে নতুন মদ ঢালা আমরা অনেক দেখেছি।
যাঁতাকল পিষে জীবনরস ছেঁকে নিচ্ছি।
চারিদিকে শুনি প্রিয়জনের কান্না,
দেখি রোজ রক্তের হোলি,
আক্রান্ত আমজনতা...................
পলিথিনের ঘরে শীতেরা বিদ্রুপের অট্টহাসি হাসে।
তোদেরই খালি শীত করে তাইনা ?
ভদ্রলোকদের অনেক শীত ,
আমরা গরিব তাই আমরা ভদ্র নই,
তাই শীতের বোধ আমাদের মাঝে নেই ।
সবকিছু দেখে মাঝে মাঝে তোদের বদলা নেবার চেষ্টা করি;
কার্ফু অবমাননার দায়ে যদি গুনতে হয় মরণ, তবে তাই হোক।
তবু জেনে রাখিস তোরা ..............
রুমানিয়ার চেচেস্কর মতো হটাৎ এক গভীর রজনীতে
আক্রমণ করবো তোদের।
মানবতার গান গেয়ে, বিবেকের দরজায় প্রবল করাঘাত করে,
মুর্মুর্ষ মানবতার গান গাইতে গাইতে,
অন্যায়ের বিপুল পাহাড় দেখে, বিদ্ধ করবো তোকে !