প্রয়াত হলেন বাংলার কল্পবিজ্ঞান ও বিশ্বসাহিত্যের অনুবাদের যশস্বী লেখক অদ্রীশ বর্ধন। গত সোমবার ভোর প্রায় একটার সময় শেষ নিশ্বাস ত্যাগ করলেন কলকাতার নীলরতন সরকার হাসপাতালে। বয়স হয়ে ছিল ৮৭। ১৯৩২ সালে তাঁর জন্ম হয়েছিল কলকাতায়। বাংলায় 'কল্পবিজ্ঞান' শব্দটির জনক এই অদ্রীশ বর্ধন। কল্পবিজ্ঞান রচনা শুধু নয়, বাংলায় বিজ্ঞানমনস্কতা জাগিয়ে তুলতেও অগ্রণী ভূমিকা নেন। তাঁর সৃষ্টি দুটি অতি জনপ্রিয় গোয়েন্দা গল্প:-
'ইন্দ্রনাথ রুদ্র' ও 'নারায়ণী'। এছাড়া আছে 'ফাদার ঘনশ্যাম','প্রফেসর নাটবল্টু চক্র', 'রাজা কঙ্ক','জিরো গজানন' এবং 'চাণক্য চাকলা'। অনুবাদ করেছেন 'শার্লক হোমস', 'জুল ভের্ন',এডগার এলেন পো-র রচনা সমগ্র।
তাঁর এই রচনাগুলো শৈশব-কৈশোরের নিত্যসঙ্গী।
অ্যাডভেঞ্চারের টানে বাংলা ভাষায় বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অতীন্দ্ৰিয় জগৎ অতিপ্রাকৃত, অনুবাদ ইত্যাদির জন্য তাঁকে মনে রাখবে সাহিত্যপ্রেমী বাঙালি। ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা ‘আশ্চর্য’ সম্পাদনা করেছেন তিনি। পত্রিকা, রেডিও, ফিল্ম ক্লাবের মাধ্যমে কল্পবিজ্ঞানকে আন্দোলন আকারে সংগঠিত করেন। চিরদিন তিঁনি অমর হয়ে থাকবেন তাঁর সৃষ্টির মধ্যে। তাঁকে প্রণাম জানাই।