হ্যালো প্রিয়তমা, এতদিন পরে,  
তোমার মুখ দেখে, হৃদয়টা ভরে।  
যেন সময় থেমে ছিল এতকাল,  
তোমার সৌন্দর্য আজও অমলিন কাল।

তুমি কি খুশি, নতুন সুরভি পেয়ে?  
প্রেমের স্রোতে তুমি কি ভেসে গিয়ে?  
নব প্রেমে জ্বলে কি আশার আলো,  
নাকি হৃদয় খুঁজছে পুরোনো ভালো?

আমার চোখে আজও সেই ছবিটা,  
যেখানে স্মৃতি আঁকে রঙিন কবিতা।  
তুমি সুখী হও, এটাই আমার প্রার্থনা,  
তোমার হাসিতে যেন পূর্ণ হয় বর্ণনা।