'শুনুন কমরেড, কান খুলে শুনুন' -----
আমি বিদ্রোহী নই, বিক্ষুব্ধ নই, দলছুট নই।
মাঝে মাঝে সস্তা বিপ্লবের কথা না বলে,
দলের ইস্তাহার না লিখে,
মানবতা ও প্রেমের কবিতা লিখি।
অবিশ্বাস আর ঘৃণার জানলা গুলো ভেঙে,
'লেনিন' ও 'হো চি মিনে'র' সত্যি কথাগুলো বলি।
তার বিরুদ্ধে কথা বলি।
জানি গরিবদের শোষণের চেয়ে আনন্দের কিছু নেই,
তাই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করি।
রাতে আমি প্রিয়হারা মুখের কান্না শুনি কমরেড!
মিথ্যের ওপর ভর করে কতদিন আর চলতে পারে?
একদিকে আক্রান্ত দরিদ্র আমজনতা,
আমরা তবুও বাজিয়ে যাচ্ছি গণতন্ত্রের বাজরা।
দুর্দশা দেখে মাঝে মাঝে ওঠার অপচেষ্টা করি।
কোথায় তাদের ফাইনাল ডেসটিনি কমরেড?
চারদিকে চেষ্টা খালি ফাঙ্গাস গজানোর?
যেন তারা হাটতে না পারে?
মনে রাখবেন কমরেড ................
লজ্জা ঘৃণা মিশ্রিত আপনার ঈষৎ উষ্ণ গালে
কেও দেবেনা সভ্যতার প্রভাব।
আমাকে তাই বলে পার্টি থেকে বার করে দেবেন না কমরেড।
বিশ্বাস করুন কমরেড, আমি আমার দলকে ভালোবাসি মনেপ্রাণে।
শুধু একটাই অনুরোধ .......
সূর্যের আলোটা যেন সবাই সমানভাবে পেতে পারে।