ভালোবাসা, তুমি কি কেবলই আমার দুঃখ?
তোমার জন্যেই তো সাজিয়েছি সজ্জা,
করেছি মনকে মুক্ত।
জানি তুমি ঝরাও রক্ত,
তবুও ছুটে যাই তোমার কাছে।
ভালোবাসা, তোমাকে যদি হারাই,
আমি বাঁচবোনা।
বিজনরাতে আমার আগুনভরা হৃদয় দেখে,
ছায়া আমায় ধোঁয়ার মতো এড়িয়ে যায়।
ভালোবাসা আমার ............
তুমি আমার পাখির কাকলি;
আমি চাই তোমাকে ভীষণভাবে;
ঠিক যেমন করে চাই আমার প্রিয়তমাকে।
নতজানু হয়ে আমি চেয়ে থাকি,
তোমার দিকে আমি ভালোবাসা!!
তুমি যে আমার মৃন্ময়ী বসন্ত,
রাতের অন্ধকারে জ্বালিয়েছি যে আগুন,
সেই আগুনেই আমি তোমাকে স্পর্শ করবো তোমায় ভালোবাসা।