কফির কাপের রেশমি সুবাসে  
নিমগ্ন কবির কলমের চাল।  
ঘন ধোঁয়ায় মুগ্ধ মন,  
মহানন্দে প্রতিটা শব্দ তাল ।  

রাতের নীরবতার পর্দা ছিঁড়ে,  
চিত্রলেখা কবিতার মায়াবী রূপ।  
নিষ্প্রাণ কাগজে জীবনের গন্ধ,  
কফির কাপে জেগে ওঠে চুপ।  

পঙক্তিতে পঙক্তিতে বুনে যায় স্বপ্ন,  
আলোকিত হয় মনপ্রান্তর।  
কফির উষ্ণতায় প্রান সঞ্চার,  
কাব্য জগতে সুখের অন্তর   ।  

কবির হাতে কফির ফোঁটা,  
মনের অলিগলি জুড়ে আলো।  
অপরূপ সৃষ্টি খুঁজে ফিরে,  
প্রতিটা পঙক্তিতে অমলিন ভালো।