আমি বিচরণকারী মেঘ,
আমি দেখেছি অনেক দেশ ও সাত সমুদ্র
আকাশ ভেদ করে উড়ে বেড়াই।
আমার কোনো গন্তব্য নেই ,
ভাসমান হয়ে পাহাড়ের ওপর দিয়ে উড়ে যাই ,
গাছের সাথে নৃত্য করি।
আমি নিচের মাঠে ছায়া ফেলি,
যেখানে কৃষকেরা কঠোর পরিশ্রম করে
মানুষের জন্যে ফসল ফলায়।
তাদের জমি পুষ্ট করার জন্যে
আমি বৃষ্টি আনি ,
কিন্তু তারা আমায় দেখতে পায়না।
আমার যাত্রা থাকবে তাই অবিরত ও অব্যাহত।