পান কোরলাম লাল মদিরা,
সঙ্গে রুটি ও কাবাব।
বসে প্রিয়ার সঙ্গে নির্জনেতে
পড়বো পদ্য কিতাব।
************************************
এক পেগ হুইস্কি পান
সঙ্গে রুটির টুকরো আর,
প্রিয়া আমায় দিলো এনে
এক বই কবিতার।
************************************
ভালোবাসার সুখের আশায়
কাটালাম বছর মাস,
কল্পনাতেই কেটে গেলো
খালি ফেলি দীর্ঘশ্বাস।
************************************
দুফোঁটা রক্ত মিশিয়ে দিলাম
শেষের এই কবিতায়,
জীবন জুড়ে থাকবে প্রিয়া
কবিতার খাতায়।