আমি যখন জলপ্রপাতের দিকে তাকাই,
আমার চোখ দিয়ে প্রবাহিত হতে থাকে
পুরু সময়ের সাথে বারেবারে আঁকা কাঠের উইন্ডো ফ্রেমগুলো!
যার ভেতর দিয়ে দেখতে পাই আমার অতীত
সন্ধ্যায় আকাশ ভরা তারাগুলোর দিকে তাকালে
আমার হৃদয় হয় স্পন্দিত
জীবিত অন্ধকারের সঙ্গে তাল দিয়ে
ব্যথা অনুভূত হয় হৃদয় মাঝে
আমার নীরব দৃষ্টিতে সেই সুন্দরকে দেখতে পাই
পেছনে তাকিয়ে দেখি অতীতকে
আমার হৃদয় যেন আহত হয়ে ফিরে আসে
কোনো এক অজানা অদৃশ্য জায়গা থেকে
হঠাৎ হয়ে যায় আমার মন কেমন দিশেহারা
ঝলমল তারাগুলোকে মনে হয় বিষাক্ত লবন।