শব্দের বিন্যাস দিয়ে আর সুরের মাধুর্য্য দিয়ে
যতই সাজাও তোমার প্রেমিকাকে,
যদি তার সঙ্গে মিশিয়ে না দিতে পারো
বুকের দুফোটা রক্ত;
যে রক্ত নিবিড় যন্ত্রনা থেকে ঝরে পরে,
স্বপ্ন-কল্পনা, ব্যর্থতা, হতাশা আর নিঃসঙ্গতা;
ভালোবাসার তীব্র আবেগ আর কামনার উদ্দামতা,
সূরার নেশার মতো জাগিয়ে তোলে হৃদয়ের নেশা।
যে নেশা জীবনকে ফিরে পাবার জন্যে,
জীবনকে ভুলে যাবার জন্যে নয়।
তবেই তোমার সার্থক হবে প্রেমালাপ।