(১)
হটাৎ অন্ধকারে
বিছানা হাতড়ে দেখি পাশে তুমি নেই
চলে গেলে কেন ?
গেলেই যদি , একবার বলে গেলেনা?
(২)
ভালোবাসার ঘর ছেড়ে
এমনি করে চলে যাবে ঠিক করলে ?
কবিতার খাতায়
অনেক কিছু লেখা বাকি রয়ে গেলো যে ?
(৩)
চাঁদ আমাকে চিঠি পাঠিয়েছে
জ্যোৎস্নায় মুড়ে
তারাগুলো যে অপেক্ষায় বসে আছে
উত্তর আশা করে
(৪)
নির্মম বিষাদ
শূন্যতার
নুয়ে পড়া কাঁধ