ঝড়ের দিশা কোন খেয়ালে
শহর জুড়ে চার দেয়ালে
মনেতে তুই ঢেউ ওঠালি
মন যমুনায় আছাড় খেলি
শরীর যে যায় জ্বলে পুড়ে
এলি যে তুই রাত দুপুরে
লুকিয়ে আছে মক্ষী-রানী
এলো মেলো করবে জানি
প্রেমের ঝরে হয়ে বন্য
মন আওয়ারা তোর জন্য
ভালোবাসায় হাবু ডুবু
তোর নেশাতে হুবু উবু
আগুন ঝরে তোর চিবুকে
হাতছানি দেয় তোর ঠোঁটেতে
যাতে কেও ছুঁতে না পারে
চলনা যাই নদীর ধারে
শরম ভুলি লাজুক হাসি
তুই ছাড়া মন পোড়া বাঁশি