মহাত্মা বিজ্ঞানী আব্দুল কালাম;
জানাই তোমারে আজি বিদায় সালাম।
সৃষ্টির চিন্তায় ছিলে তুমি যে সাগর;
মহিমায় তুমি আজ তাই ভাস্বর।
মনে ছিলে তরুণ তুমি ভালবাসা নিও,
মোদের বিস্ময় তুমি ,সবার তুমি প্রিয়।
ছোটখাটো চেহারা, মাথায় সাদা চুল,
বুদ্ধিতে প্রখর তুমি হয়নি কোনো ভুল।
সর্বদা হাঁসিখুশি , 'রকেট' এর প্রাণপুরুষ,
মহামানব হয়েও তুমি ছিলে সাধারণ মানুষ।
রাষ্ট্রপতি,লেখক,বিজ্ঞানী,মিসাইল ম্যান,
কাজ করতে করতে চলে গেলে হে ভাগ্যবান।
জ্ঞানমন্দিরে জ্বালিয়েছ তুমি যে আলোকশিখা,
তোমার ললাটে দিনু আজি তাই চন্দন টিকা।
বিদায় বেলায় তুমি লহ মোদের নমস্কার,
ঈশ্বর তোমায় শান্তি দিক স্বদেশ-আত্মার।