আমার কাছে তুমি আজ
সামান্য নারী বৈ আর কেও নও।
বিমুগ্ধ মনের সৃজনধর্মী কল্পনায়
রচনা করেছিলাম তোমায় প্রণয়াঞ্জন নয়নের দৃষ্টিতে।
কবির কল্পলোক থেকে বর্ণসম্ভার দিয়ে
আহৃত করেছিলাম তোমায় তিলে তিলে,
তোমার সৌন্দর্য্য, তোমার সুষমা।
আজ আমি প্রতারিত।
আমার দৃষ্টিতে তোমার অঞ্জন আজ বিলুপ্ত,
মন থেকে সেই মোহাবেশ হয়েছে অপসৃত।
কোনোখানে নেই তার এতটুকু অনির্বচনীয়তা;
অবশিষ্ট নেই বিন্দুমাত্র বৈশিষ্টতা।
চিহ্ন গেছে হারিয়ে;
ক্ষত রয়ে গেলো হৃদয়ের গভীরে।