প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য,
মৃত্যুকে দেয় মহিমা।
প্রতিটি বেদনার আড়ালে থাকে একটি প্রেম।
প্রতিটি কান্নার পেছনে থাকে একটি ভালবাসা।
যেখানে শুধু তোমার নামে
আমার সমস্ত কথা থামে,
দুঃখকে মেনে নিয়ে
আমি আমার ভাষা হারাই।
এত বেশি স্বপ্ন দেখেছি তোমাকে
বাস্তবতা হারিয়ে ফেলেছি।
তোমাকে শুধু জানি আমি নামে
হয়ত কোনদিন দেখাই হবেনা,
মনের কথা বলাই হবেনা।
কোনদিন বলেনি আমায় সে ঘৃনা করে,
আবার বলেনিও কোনোদিন ভালোবাসে।
থাকব তবু আমি তোমার অপেক্ষায়,
মনে মনে ডাক দেব তোমায়,
সেই ডাক শুনে আসবে কি ছুটে আমার কাছে ?