চলো বেড়িয়ে আসি ইডেনে;
না, একা তোমার সঙ্গে দেখলে
লোকে কি বলবে?
বিস্ময়ে আমি হতবাক!
সুদূর অতীতের কথা নয়,
স্মৃতিকে করতে হবেনা রোমন্থন!
কদিন আগেও দুজনে গেছি বোটানিক্সে,
সিনেমায়, আউটরাম ঘাটে গঙ্গার ধারে;
সেদিন কোথায় ছিল লোকেরা?
কোথায় ছিল সেদিন সহচারিনীর
লোকের মন্ত্যব্যের প্রতি শ্রদ্ধা?
হায়রে!! লোকে দেখলে কি বলবে?
এ প্রশ্ন যে ছিল আমারি অতীতে!!