হারাচ্ছি ক্রমে ক্রমে কবিতা লেখার ক্ষমতা,
তবু নিরন্তর কবিতার পর কবিতা লিখে চলেছি তোকে নিয়ে।
শুধু নিজের আর ভাইটার দুমুঠো অন্নের জন্যে
দেহটাকে ছিন্নভিন্ন করিস রোজ
সস্তা পারফিউম আর সস্তা লিপস্টিক মেখে ।
ভাবি কতদিন আর এভাবে অভিশাপ বিক্রি করবি?
ঈশ্বরের তোর জন্যে ভাবার সময় নেই,
ঈশ্বর শুধু ব্যস্ত গণতন্ত্রের ছাগলের বাচ্চাদের নিয়ে।
যেগুলো রোজ তোকে উপভোগ করে বিশ টাকা ঘন্টার বিনিময়ে।
জানি তোকে বাঁচাতে পারবেনা আমার দোয়াত কালী কলম,
লিখে যাবো তবু আমি, যদি মেটে তাতে তোর মনের জখম।
ভালোবাসার পরিবর্তে পাচ্ছিস শুধু মানসিক যন্ত্রনা,
বেঁচে থাকাটাই চলছে শুধু শরীরে নিয়ে অজস্ৰ বেদনা।
দিকে দিকে শুনি খালি "সভ্যতার রেভ্যুলেশন",
বারবনিতা বানিয়ে, দিলো তোকে "বেশ্যা" উপাখ্যান।