তোর আশাতে বুক বাঁধি
তুই না এলে খুব কাঁদি
ভরিয়ে গানের গুঞ্জরি
করবো যে তোর মন চুরি
ছিন্ন বীণার সুর তুলে
অভিসারে আয়না দুলে
থাকিস না আর প্লিজ ভুলে
আয়না আমার মনোকুলে
তোর স্বপ্নে রাঙে যে
মনের সুপ্তি ভাঙে যে
জিয়ন কাঠির ছোঁয়াতে
রাতের আঁধার মায়াতে
তোর আশাতে দীপ জ্বালি
তুই যে আমার আনারকলি !