(লিমেরিক)
সার্থক হবে মোর কবি কবি এ মন
তোমাদের চোখে আঁকা আমার স্বপন
শিল্পের দিশারী
হৃদয় নিঙাড়ি
তোমাদের খুশিতেই সার্থক জীবন !