আমেরিকা

এই দেশকে আবিষ্কার করুন
যার খনিতে ছিল অনেক প্রতিজ্ঞার সোনা
কখনও খনন করা হয়নি।

তার ন্যায়বিচারের সীমানা
সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত হয়নি ।

প্রাচুর্যে ভরা খেত, ফুল, ফল ও শস্য  
ক্ষুধার্তকে খাওয়ান হয়নি
কৃষ্ণদের গভীর ব্যথা মোছার কোনো তাগিদ দেখান হয়নি ।

শুধু গর্বের সুরে ঘোষণা করেছে
দাসপ্রথার অবসান ঘটেছে ।
তারপর তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কে হত্যা করে
সন্তানদের বন্ধুত্বের ফাঁদে ফেলে
তাদের অভিজাত ইচ্ছাকে ধর্ষণ করেছে
মৃত শতাব্দীর কান্নাকাটি আজো চলেছে একইভাবে ।

অসত্য এই কিংবদন্তী
এই দেশকে আবিষ্কার কর...



টিকা : আমেরিকার ইতিহাসে এই প্রথম ১৯শে জুন ১৮৬৫ যে দিনটিতে দাসপ্রথার অবসান ঘটেছিলো সেই দিনটিকে আমেরিকা জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করলো।