কালে-কালে বদলায় সময়
সময় তবু চলে
জীবনের নানা আঙিণাতে
কোন কথা সে বলে
বদলায় সংসার বদলায় সর্ম্পক
গাছের শাখার ফুল
তরী ডুবলেও চলতেই হবে
নেই যে তার কূল
বাবা-মা ভাই-বোন
স্বামী-সন্তান-সংসার
যাবে সব চলে একদিন
এটাই জীবনের সার
তবু চলতে হয়
প্রশ্ন কোরো না
প্রকৃতির এই রীতি
কোনদিনও বদলাবে না...!