ভিড়ের মাঝে একটুকরো স্বপ্ন

ছিটকে পড়ে কোথায়

তার নেই কোনো কূল

নেই কোনো তরী

ভাসছে হেথায়-হোথায়

বিচ্ছিন্ন স্বপ্নরাজি রাশভারি

হয়ে করছে ধূলোস্নান

আর মিটিয়ে নিচ্ছে শখ-চাহিদা

ভোরের আলো ম্লান

রক্তজবা কুসুমগুলি

করছে আনাগোনা

ভিড়ের মাঝে স্বপ্ন মশগুল

তার নেই পরিচয় নেই ঠিকানা...!