একটা-দুটো করে

কালো পুতি ভরে

মালা গেঁথে যাই

নতুন আকাশ ভোরে

হলো সুতো গাঁথায়

পুতির দলে-দলে

শতপদ্মের স্থলে

চোরা হাসি চোরা কান্না

জীবনের কথা বলে

পুতি থেকে মালা

মালা ছিড়ে পুতি

স্বপ্ন থেকে আশা

আশা ভেঙে খুনসুটি...!