বিরহ যাতনায় কাঁদিতে পারি-পারি নাই
তোমাকেই চায় সব সময়।

ফেলে আসা সৃতি গুলো বার বার হানা দেয়
আমার এই ছোট হৃদয় খানে।

কি করে বোঝাবো তোমায় কত ভালোবাসে
আমার এই মন।

দেখতে দেখতে গেলো কত মাস কত দিন
তবুও পারলাম না তোমাকে ভূলতে
বিবাহিত জীবন কাটাইলাম একেলা.