একা একা বসে আছি
খোলা আকাঁশের নিচে
সবুজ ঘাসের উপর,
ঔ দূর আকাঁশে
চাঁদের পানে চেয়ে আছি
শুধু একা আমি,
আমার কষ্ট দেখে
চাঁদ শুধু হেঁসেই গেলো
আলো ছড়িয়ে,
বুঝলো না চাঁদ আমার কষ্ট
বুঝলো না দূঃখ-বেদনা-যন্ত্রণা,
দু'চোখের জল চাঁদ দেখলো না
দেখলো না বুকের ভিতরের যন্ত্রণা
একা নিসংঙ্গতা পোহাতে না পেরে
চাঁদের আড়ালে চলে গেলাম
চাঁদকে একা রেখে।