দেখা দিয়ে চলে গেলে
কেনো ফিরে দেখলে না,

কেনো বেথা দিলে আমায়
আমার কোমল হৃদয়ে,

না আসলেই পারতে
আমার এ জীবনে,

ভাঙ্গা হৃদয় নিয়ে বসে আছি
আজও তোমার পথ চেয়ে,

দিন যায় মাস যায়
তবুও তোমার দেখা নেই,

কবে ফিরে আসবে বলো
আমার এ ভাঙ্গা জীবনে ?