নিঝুম আর নীরবতা কে সঙ্গী হিসাবে চাই,
আহা,
তাহাকে যদি পাই- এই এখানে
নিস্তব্ধতায়, তখন জোছনার মতো ভালবাসবো।
নদীতে স্রোত নীরবে বহমান,
হাতে রাখবো হাত-
লিলুয়া বাতাসে ভাসবে তখন হাসনাহেনারা ঘ্রাণ।
হয়তো ফুরিয়ে যাবে এ নগ্নতা,
কল্লোলে ভরে যাবে সব-
পাখি ডাকুক-
কোকিলের ডাকে ডাকে কথা বলবো,
ফুরিয়ে যাবে শরীরের লেনদেন।
ফুরিয়ে যাবে না শুধু কথা-
হাত রেখো হাতে
চলে যাবো বহুদূরে, ছেড়ে এই শহরটা।