এখনো ঘোরের মধ্যে সময় যায়,
গতকালের মদের নেশা কাটে নি।
বারান্দায় এসে নিচে তাকাই,
অনেকগুলো কাক- শকুন।
আসে পাশে তাকাই,
কিছু মৃত মানুষ রাস্তায় শুয়ে অপেক্ষা করছে,
কখন কাক - শকুন তার মাংস খাবে।
আবার ঘরে যাই,
নেশা টা এখনো কাটে নি।
রাস্তায় বের হই,
মনসুর আলী রাস্তার পাশে চা বিক্রি করছে,
আর ফাতেমা-
স্বামীর কবরের পাশে বসে হাসে।
এখনো নেশা কাটে নি,
পরিখা খনন করে তার মাঝখানে তারা বসে,
তারা মানুষ?
কাছে যেতে মন চায়,
মন চায় উচ্চস্বরে বলি ফাতেমার স্বামী কোথায়,
কেন এত লাশ?
কেন এত মনসুর রাস্তায় এখনো?
রাত্রি এখনো আসেনি,
নেশা তো এখনো কাটে নি।
এগিয়ে যাই সেই পরিখার দিকে,
আর অপেক্ষা করি কিছু কাক আর শকুনের জন্য।