কি? কিছু স্যাটায়ার লিখবো?
কাগজে ছাপাবে তো?
নাকি কিছুদিন পর ঝালমুড়ির ঠোঙ্গা হয়ে-
কোন সভা-সমাবেশের ময়দানে পায়ের নিচে পড়ে থাকবে।
এখন না আর অনুতাপ হয় না,
কাক, কোকিল, শালিক সব মরে গেছে-
আর দোয়েল,
ছিল বলে কেউ কি বলতে পারবে।
যেখানে গান গাইবার বাধা, যেখানে বৃক্ষ কদাচিৎ চোখে পড়ে,
না সেখানে পাখি নেই, সেখানে অনুতাপ নেই।
গেল রাত্রিতে স্বপ্ন দেখলাম,
কাফনের কাপড় পড়ে রুমি এসেছিল।
কথা না বলে, শুধু তাকিয়ে ছিল,
কি বিষাদ মাখা চোখ, অথচ চোখের কোণে ঘৃণা।
এক দলা থুথু মেরে চলে গেল সে।
তখন আমি শুয়ে শুয়ে মানব-ঈশ্বরের কথা শুনছি।
কলম গুলোর কালি এখন সহজে শেষ হয়,
কিছু অযাচিত বিশ্লেষণ কাগজে সৃষ্টি হয়,
যেখানে থাকে মানব-ঈশ্বর বন্দনা,
আর অদূরে পড়ে থাকে,কিছু-
বুলেট আর বিচ্ছিন্ন কিছু মাথা।