এ এক প্রভাতে,
কোন এক কুয়াশাচ্ছন্ন রাস্তায়,
ব্যাগ হাতে কোন পথিক হাঁটে-
স্টেশন বিহীন নগরীর পথে।
নগরীর খোঁজে পথিকের চোখে স্বপ্ন,
কুয়াশা কাটছে না,
আর ঘন হচ্ছে-
দু হাত সামনে পথটুকু আর দেখা যাচ্ছে না।
পথিকের ভয় নেই,
হাতে নাইলনের ব্যাগ,
চোখে আশা- স্বপ্নের সাগর-
সামনের বাকেঁ হয়ত- অপেক্ষায় তার স্টেশন বিহিন নগর।