দুর্নীতি যখন শিরার শেকড়ে আঁকড়ে ধরে মাটি
অশ্রুজলে ভিজবে আঁচল বেকারের কান্নাকাটি।
শিক্ষা যখন সমাজের বোঝা চাকরি বিক্রি হাটে
অযোগ্যরা চাকরি কেনে যোগ্য দের বুক ফাটে।

মেধা আছে টাকা নেই সাতাশি পেয়েও শুন্য হয়
শুন্য পেয়েও সাতাশি হয় মেধার কোন মূল্য নাই।
সাদা খাতাও দিয়েছে নিয়োগ বেদনা বলব কারে
অনশনে কত অসহায় কাঁদছে কালের অন্ধকারে।

রাজধর্ম ভুলন্ঠিত হলে ন্যায় বিচার কাঁদবে পথে
কুধর্মের কলঙ্কিত ইতিহাস ছড়িয়েছে রাজ্যরথে।
কোন নিয়োগে দুর্নীতি নেই বছর সাতেক ধরে
গ্রুপ 'ডি' হতে গ্রুপ 'এ' পর্যন্ত দুর্নীতি আছে পড়ে।

ভুল বুঝেও যদি ভুল পথে চলে দেশ অথবা জাতি
আগামী প্রজন্মের ধ্বংসলীলা করছ নীরবে ক্ষতি।
লাখো বেকারের অশ্রুজলের ইতিহাস হবে লেখা
রাজধর্ম চ্যুত কলঙ্কিত অধ্যায় আবার ফিরে দেখা।
                      :-:-:-:-:-:-:-:
                     15-03-2023