জেগে ওঠো বিশ্ব বিবেক ঘুমিয়ে থেকো না আর
পথের ধুলায় পড়ে আছে লাশ বিশ্ব মানবতার।
কাতারে কাতারে মরছে মানুষ নিরব বিশ্ব প্রায়
মরছে শিশু অবরুদ্ধ হয়ে যুদ্ধে খাদ্য শূন্যতায়!

মরছে তারা কেবল অসহায় যুদ্ধ বোঝেনা যারা
মরছে শিশু ভুগছে নারী যাতনায় দিশেহারা।
তিলে তিলে গড়া বহুতল বাড়ি মাটিতে যায় মিশে
সর্বহারার অসহায় আর্তনাদ বাতাসে যায় ভেসে।

বিবেক তুমি শুনতে কি পাও, শিশুর কান্নার ধ্বনি
জাগো ঘুমন্ত বিবেক অসহায়ের আর্তনাদ শুনে।
জীবন্ত লাশ কংক্রিটে চাপা ডুকরে কেঁদে যায়
বিবেক তুমি তবুও ঘুমাবে,  নির্জন নিরবতায় ?

নিজভূমে পরবাসী যুগে যুগে কেবলই বন্দী তারা
দেখছে বিশ্ব দর্শকাসনে অসহায় হয়ে মরছে কারা।
বাহবা কি দেবে তাদের নির্বিচারে যারা করছে খুন
যুগে যুগে যারা শুধুই মরে ভাবনার হাজার গুণ।

তুমি কি শুনেছ তাদের কান্না পথে পড়ে যাদের লাশ ?
দেখেছো কি তুমি দম্ভ ধারিনীর রক্তক্ষয়ী সন্ত্রাস।
হৃদয় তোমাদের হয়েছে পাষাণ কিছুই দেখোনা
অসহায় মানুষের বাঁচার আকুতি কিছুই শোননা।
                    -:-:-:-:-:-:-:-:-: