ওগো আকাশের বাঁকা চাঁদ তুমি এনেছো খুশির বন্যা
গোধূলি বেলায় মাঠের শেষে রূপালী আলোয় অনন্যা।
তোমার আগমন মনের দুয়ারে এনেছে অনাবিল খুশি
সিয়াম শেষে তোমায় দেখে খুশির জোয়ারে ভাসি।

বিশ্ব জাহান মাতোয়ারা আজ তোমার উৎসবে
তোমার করুণার সিন্ধু সুধা পান করে অনুভবে।
বিশ্ব জাহান খুশির জোয়ারে তোমার আগমনে
ছড়িয়ে গায়ে আতর সুবাস বাঁধভাঙা খুশি মনে।

এসো রমজান ফিরে বারেবারে করুণা সিন্ধু নিয়ে
মুছে যাবে মনের ভেদাভেদ তোমার পরশ পেয়ে।
ধনীও বুঝবে গরীবের বেদনা হাতে রাখবে হাত
পাশাপাশি সেজদায় রত কাঁধের পাশেতে কাঁধ।

রমজান শেষের মিলনমেলায় কাতারে পাশাপাশি
ঈদের ময়দানে এক জামাতে আট হতে আসি।
কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ ময়দানে অপার অনুভব
রমজানে এনেছে ধরায় এক বিশ্বজনীন উৎসব।
                    :-:-:-:-:-:-:-:-: