হে দলিত হে অসহায় নির্যাতিত নিপীড়িত শোষিত মানুষ
তোমার সংখ্যা নিতান্ত কম নয়
ঐক্যবদ্ধ হও গর্জে ওঠো!
তোমার গর্জনে কেঁপে উঠুক বিভেদের ভীত
ভেঙ্গে চুরমার হয়ে যাক শোষণের যাঁতাকল
তোমার গর্জনে আসুক ভূকম্পন
ভেঙেচুরে গুঁড়িয়ে যাক শোষকের মসনদ!
যে মসনদ তোমার দুর্বলতার সুযোগে ছুড়ে দেয় ডাস্টবিনে
সেই মসনদকে টেনে হিঁচড়ে নিয়ে এসো তোমারই সাথে
এই পৃথিবী কারো একার পৈত্রিক সম্পত্তি নয়
এই দুনিয়া তোমার জন্যও!

সয়েছো লাঞ্ছনা অপমান গ্লানি
কেঁদেছো তুমি ভিজেছে মাটি
আর কতদিন সইবে নীরবে
এবার এসেছে জাগার পালা
প্রতিবাদী হও প্রতিবাদ করো
দেখবে শুধু তুমি একা নও
ঊনিশ লক্ষ্য মানুষ তোমারই মত!
          -: :- -: :- -: :-
         01/09/2019